এই মূহুর্তে হিজাব পরা না পরা নিয়ে বিতর্ক চলছে কর্ণাটকে, তার প্রভাব বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে, এবং তার থেকে ফায়দা নিতে চাইছে, কেন্দ্রের শাসকদল, কিন্তু বিতর্কটা কিভাবে প্রভাব ফেলতে পারে আমাদের সমাজে, লিখলেন একজন ছাত্রী, তানভি সুলতানা।
by তানভি সুলতানা | 23 February, 2022 | 2329 | Tags : Hijab Controversy Karnataka Hijab is Right